thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘সরকার ও বিরোধী দলে থাকাটা নতুন কনসেপ্ট’

২০১৪ জানুয়ারি ২৯ ২০:১৩:২১
‘সরকার ও বিরোধী দলে থাকাটা নতুন কনসেপ্ট’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকার ও বিরোধী দলে জাতীয় পার্টির অবস্থানকে নতুন কনসেপ্ট হিসেবে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হওয়ায় ধন্যবাদ বক্তব্যে এ মন্তব্য করেন রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেন, ‘অনেকেই বলেন, জাতীয় পার্টি সরকারেও আছে বিরোধী দলেও আছে। তারা কীভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করবে? আমি বলতে চাই, এটা একটি নতুন কনসেপ্ট। আগে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা চালু হল তখন সবাই বলেছিল এটা নতুন কনসেপ্ট।’

তিনি বলেন, ‘সরকারের মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন মন্ত্রী থাকলেও বিরোধী দল হিসেবে সংসদে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করব। আগেও অনেক বিরোধী দল ছিল। কিন্তু আমরা সরকারের ভালো কাজগুলো প্রশংসা করব এবং খারাপ কাজগুলোর সমালোচনা করব। বিরোধী দল হিসেবে আমরা দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। কিন্তু কতটুকু সফল হব জানি না। আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। সকল বিষয়ে আলোচনা করার সুযোগ আপনি (স্পিকার) আমাদের দিবেন এই আশাই করি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আগে এখানে দীর্ঘদিন বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করেছে বিএনপি। কিন্তু এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ না করাটা দুঃখজনক। তারা অংশ নিলে নির্বাচনটি আরও ভালো হত। কিন্তু কোনো দল নির্বাচনে না নিলেই যে নির্বাচন করা যাবে না তা হয় না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দশম জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয় পার্টি অংশ নিয়েছে।’

রওশন এরশাদ বলেন, ‘আমরা আগেও দেখেছি জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা হয় না। আমরা চাই এখন থেকে সকল বিষয়ে আলোচনা হবে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলে একটি সমাধানের পথ বেরিয়ে আসবে। আলোচনাবিমুখ, হিংসা-বিদ্বেষের রাজনীতিকে আমাদের বর্জন করতে হবে। আমাদের মধ্যে যে রাজনৈতিক ধারা রয়েছে তা গণতন্ত্রের জন্য সহায়ক নয়।’

ড. শিরীন শারমিন চৌধুরী দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে বিরোধী নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘একজন নারী হিসেবে আপনি (শিরীন শারমিন) দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়া আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্রিলিয়েন্ট ক্যারিয়ার এবং একজন পারফেক্ট নারী হিসেবে আপনিই স্পিকার হিসেবে যোগ্য।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর