thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

গণতন্ত্রের অভিযাত্রায় নতুন অধ্যায় : স্পিকার

২০১৪ জানুয়ারি ২৯ ২০:১৪:১২
গণতন্ত্রের অভিযাত্রায় নতুন অধ্যায় : স্পিকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের শুরুকে গণতন্ত্রের অভিযাত্রায় এক নব অধ্যায় বলে অবিহিত করেছেন নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার সন্ধ্যায় এ কথা বরেন তিনি।

গণতন্ত্র বিকশিত ও কার্যকর করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদ মূল কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ এ প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে গণতন্ত্র অর্থবহ হবে। এ লক্ষ্য অর্জনে সব সংসদ সদস্য নিবেদিত হয়ে কাজ করবেন এটাই জাতির প্রত্যাশা।’

উন্নয়নের ধারাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া, দারিদ্র্য বিমোচন, সব মানুষের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা। আমাদের সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে সংসদকে কার্যকর রাখতে হবে এটাই জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্পিকার।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বমন্দার মধ্যেও অর্থনৈতিক সূচক, প্রবৃদ্ধির হার, রিজার্ভ, মানব সম্পদ উন্নয়ন দারিদ্র্য হ্রাস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, দুর্যোগ মোকাবেলা আজ বিশ্বব্যাপী সাফল্যে প্রশংসিত।’

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘উন্নয়নের এ অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাই।’

সংসদ পরিচালনায় সহযোগিতার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘আপনাদের সমর্থন সহযোগিতা আমার দায়িত্ব পালনে সহায়ক হবে।’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তুলে ধরে স্পিকার বলেন, ‘আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। জাগোরে চিত্ত জাগোরে, শিয়রে এসেছে বিপুল সাগরে .... নতুন সূর্য উঠেছে গগনে। শীর্ণ যাহা কিছু যাহা কিছু ক্ষীণ, .... পুরোনো মলিন হোক নব আলোকের স্নানে।’

ভাষণের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করেন তিনি। এরপর বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ বিশিষ্টজনদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্পিকার।

দ্বিতীয়বার তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান স্পিকার শিরীন শারমিন। ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকেও। সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংসদ পরিচালনায় সহযোগিতা চান তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর