thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সাবেক এমপি এ্যানীসহ ৩ জনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

২০১৪ জানুয়ারি ২৯ ২১:২০:৫৬
সাবেক এমপি এ্যানীসহ ৩ জনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : নবম সংসদের দু’জন সংসদ সদস্যসহ তিন জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লক্ষীপুর-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, খুলনা-৫ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এবং ব্যবসায়ী রেজাবুদ্দৌলার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগ দুদকের আসলে দুদক তা পরীক্ষা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

সূত্র আরও জানায়, এ্যানীসহ ওই তিনজনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য বৃহস্পতিবার অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

এ ছাড়া নবম সংসদের আরও সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করেছে দুদক। এদের মধ্যে পাঁচ জন দশম সংসদের সদস্যও রয়েছেন।

এরা হলেন- কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাতক্ষীরা-৩ আসনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, পটুয়াখালী-৪ আনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, রাজশাহী-৪ আসনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আসলামুল হক, সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর