thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মহানবীর জীবন অনুসরণের পরামর্শ প্রধান বিচারপতির

২০১৪ জানুয়ারি ২৯ ২১:৪১:১২
মহানবীর জীবন অনুসরণের পরামর্শ প্রধান বিচারপতির

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন অনুসরণের জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলে বুধবার সন্ধ্যায় ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

মোজাম্মেল হোসেন বলেন, ‘মুহাম্মদ (সা.) এর জীবন থেকে অনেক কিছু শেখার আছে। মহানবী (সা.) তাঁর জীবন থেকে পরিচ্ছন্নতা, দায়িত্ব পালন, সততার আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মুহাম্মদ (সা.) এর জীবন অনুসরণ করা উচিত।’

মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস, রফিকুল হক তালুকদার রাজা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট বাহারউদ্দিন আল রাজি, অ্যাডভোকেট আলহাজ আব্দুস সাত্তার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/ এনআই/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর