thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নিজামীর রায় দ্রুত কার্যকরের দাবি মহিউদ্দিনের

২০১৬ জানুয়ারি ০৭ ২১:১২:১১
নিজামীর রায় দ্রুত কার্যকরের দাবি মহিউদ্দিনের

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বিচারিক প্রক্রিয়ার যুদ্ধাপরাধী ও আলবদর-প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছে। কোনো ছলচাতুরি ছাড়াই এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে দায়মুক্ত করতে হবে।’

চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে বৃহস্পতিবার হরতালবিরোধী এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরীদের রক্ষায় যে বা যারা তৎপর তাদেরও একই অপরাধে দণ্ডিত হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসবিরোধী ও অবমাননাকারীদের শাস্তি বিধানে আইন প্রণয়ন করতে হবে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া নির্বাচনের কথা বলছেন, আওয়ামী লীগও নির্বাচনমুখী দল। এই নির্বাচনের জন্য বেগম জিয়াকে বর্তমান সংসদের মেয়াদপূর্তি পর্যন্ত আরও তিন বছর অপেক্ষা করতে হবে। তবে তার আগে বেগম জিয়াকে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদীদের সঙ্গে সকল সংশ্রব ত্যাগ করতে হবে।’

চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ থেকে জঙ্গি আস্তানা এবং শিবির উৎপাটনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, শফিক আদনান, অমূল্য বড়ুয়া, আবু তাহের, দেবাশীষ গুহ বুলবুলসহ মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/সা/জানুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর