thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে ইয়াবা ব্যবসায়ী দুই নারী আটক

২০১৪ জানুয়ারি ৩০ ০২:৩৭:১৯
রাজধানীতে ইয়াবা ব্যবসায়ী দুই নারী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে দুই নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এক অভিযানে বুধবার রাতে ১০টার দিকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন পারুল বেগম (৩৩) ও ইয়াসমীন (৩০)।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মো. হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে রাতে উত্তর শাহজাহানপুর ওভারব্রিজের কাছে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে পারুল বেগমের কাছে ৩০০ পিস এবং ইয়াসমীনের কাছে ৭০ পিস ইয়াবা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফেরি করে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

(দ্য রিপোর্ট/এনইউডি/এএস/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর