thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সানচেজের জোড়া গোলে সেমিতে বার্সা

২০১৪ জানুয়ারি ৩০ ১২:২২:১৯
সানচেজের জোড়া গোলে সেমিতে বার্সা

দ্য ‍রিপোর্ট ডেস্ক : পিছিয়ে পড়েও কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সানচেজের জোড়া গোলে ফিরতি লেগে তারা ৫-১ ব্যবধানে হারিয়েছে লেভান্তেকে।

ন্যু কাম্পে খেলার ৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সা। আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় লেভান্তে। বল ক্লিয়ার করতে গিয়ে ভুলে নিজেদের জালেই বল জড়িয়েছেন বার্সার সার্গিও রবার্তো।

শুরুতে হোঁচট খেলেও দ্রুতই তা সামলে সমতায় ফিরেছে স্বাগতিকরা। ২৮ মিনিটে গোল করেছেন আদ্রিয়ানো। আর ৪৪ মিনিটে ব্যবধান ২-১ এ ‍উন্নীত করেছেন অধিনায়ক পুয়োল। মৌসুমে এটাই তার প্রথম গোল।

বিরতির পর খোঁজে পাওয়া যায়নি সফরকারীদের। এই অর্ধে আরও ৩ বার তাদের জালে বল পাঠিয়েছে বার্সা। ২টি গোল করেছেন সানচেজ। বাকি গোলটি সেস ফ্রাব্রিগাসের। ২ লেগ মিলে ৯-২ গোলে এগিয়ে থাকায় প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে গেরার্দো মার্তিনোর দল।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর