thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১২ ফান্ডের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

২০১৪ জানুয়ারি ৩০ ১২:২৪:২৮
১২ ফান্ডের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ মিউচ্যুয়াল ফান্ডের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ এবং ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধ বার্ষিক (জুলাই’ ১৩-ডিসেম্বর’ ১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৩০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা এবং ০.১৯ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা এবং ০.০৯ টাকা।

অর্ধ বার্ষিক (জুলাই’ ১৩-ডিসেম্বর’ ১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা এবং ০.২৪ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা এবং ০.১৩ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ০.২৮ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা এবং ০.১১ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের মুনাফা হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২০ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা এবং ০.৩৮ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ৮ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১০ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা এবং ০.১৮ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৪ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা এবং ০.১৯ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা এবং ০.০৮ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৬ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৩১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা এবং ০.২৪ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা এবং ০.১২ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৩৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা এবং ০.১৯ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা এবং ০.২৯ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ৭৪ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.০৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা এবং ০.১১ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা এবং ০.২৯ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা এবং ০.০৯ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকা এবং ০.২৩ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’ ১৩-ডিসেম্বর’ ১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.০৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা এবং ০.১০ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ এর মুনাফা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৪৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬৬ লাখ ১০ হাজার টাকা এবং ০.০৭ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.১১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ লাখ ৮০ হাজার টাকা এবং ০.০১ টাকা।

অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৩০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬৭ লাখ ৫০ হাজার টাকা এবং ০.১১ টাকা।

বিগত তিন মাসে (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) এ ফান্ডের মুনাফা হয়েছে ৪৭ লাখ ৮০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ০.০৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১৯ লাখ ৬০ হাজার টাকা এবং ০.০৩ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর