thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা চবি শিক্ষক সমিতির

২০১৬ জানুয়ারি ১১ ২১:২৮:২৫
সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা চবি শিক্ষক সমিতির

চবি প্রতিনিধি : প্রকাশিত অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেট সংশোধন ও প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘৩০ ডিসেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর ৩ জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি (কমপ্লিট শাটডাউন) পালন করে আসছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি।’

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পরীক্ষাসমূহও বন্ধ থাকবে বলে জানান তিনি।

এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে ব্যাপক সেশনজটের আশঙ্কা করছে সাধারণ শিক্ষার্থীরা। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস ৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মবিরতির কারণে ক্লাস শুরু হচ্ছে না।

প্রথম বর্ষের ক্লাস করতে আসা বাংলা বিভাগের শিক্ষার্থী আহমেদ আসিফ দ্য রিপোর্টকে বলেন, ‘৩ জানুয়ারি আমাদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ১১ জানুয়ারি থেকেও শুরু হয়নি ক্লাস। আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের ক্লাস কবে থেকে শুরু করতে পারব তা নিয়ে শঙ্কায় আমরা।’

প্রকাশিত অষ্টম বেতন কাঠামোর গেজেট সংশোধন এবং প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে ৩০ ডিসেম্বর বিবৃতির মাধ্যমে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেয়। ৩ জানুয়ারি থেকে কর্মবিরতি এবং ৭ জানুয়ারি অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এম/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর