thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রাম বাণিজ্য মেলা থেকে আটক ৭

২০১৬ জানুয়ারি ১৬ ০২:৪৫:১৬
চট্টগ্রাম বাণিজ্য মেলা থেকে আটক ৭

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী রফতানি-বাণিজ্য মেলায় চাঁদাবাজিকালে সাত তরুণকে আটক করেছে হালিশহর থানা পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে তাদের থানায় আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের পরিচয় দিয়ে এলাকার কিছু তরুণ প্রতিদিনই মেলায় গিয়ে বিভিন্ন স্টলে চাঁদাবাজি করতো। ব্যবসায়ী ও মেলার আয়োজকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে হালিশহর থানার ওসির নেতৃত্বে পুলিশ মেলায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।

তারা হলো- আশরাফ, আজিম খান, ইয়াছিন আরাফাত সাদ্দাম, ফরহাদ, মাহফিজুল সাকু, কাউসার উদ্দিন অপু ও আশফাক হাবিব।

হালিশহর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসান সাতজনকে আটকের বিষয়টি স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় কিছু ছেলে একটি দলের নাম ব্যবহার করে মেলায় গিয়ে মাস্তানি করতো। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করে থানায় নিয়ে আশা হয়েছে।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদ নুরুল আজিম রনির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।’

(দ্য রিপোর্ট/এমএআর/এনআই/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর