thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ডিএমসিতে ছাত্রদলের মধ্যে সংঘর্ষে আহত ৩

২০১৪ জানুয়ারি ৩০ ১৭:৩৬:০৪
ডিএমসিতে ছাত্রদলের মধ্যে সংঘর্ষে আহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) চত্বরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইন্টারনি চিকিৎসক শাকাওয়াত হোসেন বিপ্লব (২৬), নজরুল ইসলাম রিয়াদ (২৭) ও শিক্ষার্থী আব্দুলাহ কাফি।

আহত নজরুল ইসলাম রিয়াদ জানান, ডিএমসি শাখা ছাত্রদল ২৮ জানুয়ারি রাতের অন্ধকারে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। এতে বেলাল হোসেন নাদিমকে সভাপতি এবং ইসতিয়াক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি অনেকেই মেনে নিতে পারেনি। তারা এর প্রতিবাদ করেন।

তিনি আরও জানান, প্রতিবাদের কারণে বৃহস্পতিবার দুপুর দেড়টায় নাদিম, ইসতিয়াক, সাইফুল্লাহ, নোমানসহ ২০-২৫ জন লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

বর্তমানে তারা ডিএমসি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর