thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর ৩ লাখ টাকা খোয়া

২০১৪ জানুয়ারি ৩০ ১৭:১৯:৫৫
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর ৩ লাখ টাকা খোয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কেমিক্যাল ব্যবসায়ী মনির হোসেনের (৩১) ৩ লাখ টাকা খোয়া গেছে।

ব্যবসায়ী মনির হোসেনের ছোট ভাই শফিকুল ইসলাম জানান, জনৈক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তার ভাইকে উদ্ধার করেন। বর্তমানে তার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শফিকুল ইসলাম জানান, রায়েরবাগে তার ভাইয়ের মিথিলা এন্টারপ্রাইজ নামে একটি দোকান আছে। ব্যবসার কাজে বৃহস্পতিবার সকালে তিনি নরসিংদীর মাধবদীতে গিয়েছিলেন। সেখান থেকে মেঘালয় পরিবহনে করে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তার ভাই।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসবি/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর