thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

স্ত্রীর শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা

২০১৬ জানুয়ারি ২০ ২২:৪৬:০৫
স্ত্রীর শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বায়েজিদ থানার শেরশাহ এলাকায় স্ত্রীর শরীরে আগুন দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী লাইলি বেগমকে (২৪) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামী ইউসুফকে আটক করেছে।

পুলিশ জানায়, শেরশাহ বাংলাবাজার এলাকায় স্বামী ইউসুফ তার স্ত্রী লাইলি বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে লাইলির পুরো শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে লাইলি বেগমকে বাড়ির পেছনের পাহাড়ে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় স্বামী মো. ইউসুফ। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয় এবং স্বামী ইউসুফকে আটক করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, আহত লাইলি বেগম এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আগুনে গৃহবধূর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএআর/এনআই/জানুয়ারি ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর