thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সম্মিলিত পারফরমেন্সে সহজ জয় : ম্যাথুস

২০১৪ জানুয়ারি ৩০ ২০:১১:১৮
সম্মিলিত পারফরমেন্সে সহজ জয় : ম্যাথুস

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে এত সহজে জয় পাবে তা আগে ভাবেনি শ্রীলঙ্কান অধিনায়ক নিজেও। তবে ক্রিকেটারদের অসাধারণপারফরমেন্সে ফল হিসেবেই এ জয় পেয়েছে দ্বীপদেশের দলটি। ধারবাহিকভাবে ভালো খেলতে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে এতো সহজ জয়ের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। তারই চুম্বক অংশ তুলে ধরা হল-

প্রশ্ন : এতো সহজেই জয় পাবেন ভাবতে পেরেছিলেন?

ম্যাথুস : আমি মনে করি আমরা ভালো খেলেছি। বোলাররা আমাদেরকে প্রথম ইনিংসে এগিয়ে দেয়। বোলারদের কারণেই বাংলাদেশকে ২৩২ রানে আটকে দিতে সক্ষম হই। আমার ৭০০ রান করার পর নিশ্চিত হয় বাংলাদেশকে এই টার্গেটে পৌঁছতে অনেক লড়াই করতে হবে। ব্যাটসম্যান ও বোলারদের ঐক্যবদ্ধ পারফরমেন্সে সহজেই জয় এসেছে।

প্রশ্ন : বোলিং অ্যাটক নিয়ে আলাদা করে বলবেন?

ম্যাথুস : বেশ কয়েকটা ম্যাচে আমাদের বোলাররা নিজেদেরকে প্রমাণিত করেছে। চমৎকার বোলিং করেছে তারা। পেসাররা ভালো টাচে আছে। এবং দ্বিতীয় ইনিংসে দিলরুয়ান আমাকে মুগ্ধ করেছে। ম্যাচে বোলাররা আমাদেরকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।

প্রশ্ন : উইকেট সম্পর্কে আপনার মূল্যায়ন কি?

ম্যাথুস : উইকেট নিয়ে কোন সমস্যা নেই। চতুর্থ দিনেও উইকেট তৃতীয় দিনের মতো ছিল। ২ সেশন খেলা হয়েছে। এসময়েও উইকেট ভালো ছিল। উইকেট ছাড়াও আমার ম্যাচের চাপ সামলে উঠেছিলাম। যা বাংলাদেশ পেরে উঠেনি।

প্রশ্ন : অধিনায়কত্ব কেমন উপভোগ করছেন?

ম্যাথুস : খেলোয়াড়রা আমার অধিনায়কত্বকে সহজ করেছে। কারণ তারা পারফর্ম করেছে। আমরা একটা দল হয়ে কাজ করেছি। আমার একে অপরের সাফল্য উপভোগ করেছি। এটাই দলকে বেশ উজ্জিবীত করেছে।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/ওআইসি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর