thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

কমিশনার অ্যাওয়ার্ড পেলেন ১৮০ জন

২০১৪ জানুয়ারি ৩০ ২০:৪০:১৪
কমিশনার অ্যাওয়ার্ড পেলেন ১৮০ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন পদমর্যাদার ১৮০ জন পুলিশ সদস্যকে ‘কমিশনার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

ডিএমপি কমিশনার ১৮০ জনের প্রত্যেকের হাতে একটি করে সনদপত্র ও পাঁচ হাজার টাকা তুলে দেন। ডিএমপিতে কর্মরত ২৭ জন পুলিশ ইন্সপেক্টর, ৩৫ জন এসআই/সার্জেন্ট, ৩২ জন এএসআই, ৫ জন নায়েক, ৩৯ জন কনস্টেবল ও ৪২ জন সিভিল স্টাফ কমিশনার অ্যাওয়ার্ড পেয়েছেন। সনদপত্র ও টাকা দেওয়ার সময় ডিএমপি সদর দফতরের সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের যারা গত বছর কাজে দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছে তাদের পুরস্কার হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, গত বছর যেভাবে কর্মক্ষেত্রে কাজের দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে এই পুরস্কার পেয়েছেন, সেই ধারা আপনারা অব্যাহত রাখবেন।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসবি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর