thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ফের পয়েন্ট খোয়ালো রাসেল

২০১৪ জানুয়ারি ৩০ ২১:২৭:২৫
ফের পয়েন্ট খোয়ালো রাসেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের। টানা ৩ ম্যাচে জয়ের মুখ দেখেনি ব্লুজ শিবির। মুক্তিযোদ্ধার কাছে ২-১ গোলে হারের পর মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। বৃহস্পতিবার টিম বিজেএমসির সঙ্গেও ১-১ গোলে ড্র করে ফের পয়েন্ট নষ্ট করেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

ট্রেবল জয়টা গত মৌসুমের ইতিহাস; দলের এখন যে অবস্থা সেটাই এখন বাস্তবতা। আক্ষেপের সূরে ম্যাচ শেষে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের বস মারুফুল হক। তিনি বলেছেন, ‘গত মৌসুমে ট্রেবলজয় এখন ইতিহাস। দলের এখন যে অবস্থা, সেটাই বাস্তবতা। এ ম্যাচের রেজাল্ট নিয়ে আমি খুবই হতাশ।’

অন্যদিকে বিজেএমসির সেকেন্ড বস আলী আকবর নাসির শেখ রাসেলের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টই আশা করেছিলেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এই ম্যাচে তিন পয়েন্টই পাওয়া উচিত ছিল। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। তাই অন্যান্য ম্যাচের মতো এ ম্যাচেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি।’

তিনি আরও বলেছেন, ‘ইকাঙ্গাকে মিস করছি। অসুস্থ স্ত্রীকে দেখতে এখন সে তার দেশে। তবে আশাবাদী আমার দল এখন যে ভাবে খেলছে, তাতে অবশ্যই লিগে ভাল অবস্থানে যাবে।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে রাসেলের থেকে অপেক্ষাকৃত ভালো খেলেছে বিজেএমসির ফুটবলাররা। বিরতির পর ফেবারিটদের কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়ে গোল আদায় করে নিয়েছিল বিজেএমসি। ৪৯ মিনিটে রাসেলের ডিফেন্ডারদের থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠিয়েছেন বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু (১-০)। ৭১ মিনিটে শেখ রাসেল শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন বদলী ফুটবলার রবিন। রিকার্ডো কাজিনসের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পরেছিলেন রবিন। পরে আগুয়ান গোলরক্ষক হিমেলকে পাশ কাটিয়ে বল জালে ঠেলে দিয়ে ম্যাচে সমতা এনেছেন এ ফরোয়ার্ড। পরে ব্যবধানটা আর কোনো দলই বাড়াতে-কমাতে পারেনি।

(দ্য রিপোর্ট/ওআইসি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর