thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

২০১৪ জানুয়ারি ৩১ ০৯:০২:৩৮
আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

কাওসার আজম ও মীর মোহাম্মদ ফারুক, বিশ্ব ইজতেমা থেকে : তাবলিগ জামাতের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

প্রায় দুইশ’ দেশের তাবলিগ অনুসারীরা ছাড়াও বাংলাদেশের ৩৪টি জেলার মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হয়েছেন। ৪০ খিত্তায় অবস্থান করছেন তারা। এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। জুমার বয়ান ও নামাজ পরাবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন।

দুই পর্বের ইজতেমার প্রথমটি সম্পন্ন হয় ২৪ থেকে ২৬ জানুয়ারি।

(দ্য রিপোর্ট/কেএ/এমএফ/এএস/ এমডি/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর