thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

রোনালদো ২, রিয়াল ৩

২০১৩ নভেম্বর ০৩ ১৪:২৯:৩৯
রোনালদো ২, রিয়াল ৩

দিরিপোর্ট২৪ ডেস্ক: স্পেনের লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে তারা ৩-২ ব্যবধানে হারিয়েছে রায়ো ভায়াকানোকে।

ভায়াকানোর ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল। ৩ মিনিটে মোদরিচের ক্রস থেকে গোল করেন রোনালদো।

৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। নিশানা ভেদ করেন করিম বেনজেমা। বিরতির পর দ্বিতীয় গোল করেন রোনালদো। গ্রেরেথ বেলের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান পর্তুগিজ উইঙ্গার।

আগের অর্ধে দারুণ খেলা রিয়াল পরের অর্ধে হিমশিম খায় স্বাগতিকদের ভাগ্যের কাছে। পরপর দুটি পেনাল্টি পায় তারা। সুযোগ দারুণভাবে কাজে লাগায় দলটি। ৫৩ ও ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমাতে সমর্থ হয় ভায়োকানো।

ব্যবধান কমাতে পারলেও রিয়ালের পয়েন্টে ভাগ বসাতে পারেনি দলটি।শেষপর‌্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রিয়াল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

(দিরিপোর্ট২৪/সিজি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর