thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চসিক কর্মকর্তা-কর্মচারীদের ৩০ ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা

২০১৬ জানুয়ারি ২৬ ১৭:১৪:৪৩
চসিক কর্মকর্তা-কর্মচারীদের ৩০ ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কর্মরত সেবক এবং কর্মকর্তা-কর্মচারীদের ৩০ ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে মঙ্গলবার দুপুরে করপোরেশনের সেবক সমাবেশে মেয়র এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, আমার নিকট দাবি উত্থাপনের প্রয়োজন নেই। আমি বিবেক দ্বারা পরিচালিত হই। সরকার যে সময় থেকে পে-স্কেল কার্যকর করেছে সেই সময় থেকেই অস্থায়ীদের বর্ধিত বেতন কার্যকর হবে। জানুয়ারি মাসের বেতন বর্ধিত হারে প্রদান করা হবে।

তিনি বলেন, সেবকদের ওপর সিটি করপোরেশনের সুনাম নির্ভর করে। অনেক কঠিন, দুরূহ ও পরিশ্রমী কাজে সেবকগণ নিয়োজিত। তাদের শ্রম ও ঘামের ওপর নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নির্ভর করে।

মেয়র বলেন, নাগরিক স্বার্থে রাতে আবর্জনা অপসারণসহ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা অনেকাংশে দুরূহ হলেও এ কাজটি সেবকরা করে যাচ্ছেন। সেবকদের কাজের সুবিধার্থে ইউনিফরম, রেডিয়াম জার্সি, হাত মোজা, পায়ের জুতা, গায়ের সুয়েটার, মুখের মাস্ক, মাথায় রেডিয়াম হেলমেট, টর্চ লাইট ইত্যাদি সরবরাহ করা হয়েছে। রাতে কাজ করার সুবিধার্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, নাগরিকদের শতভাগ সেবার স্বার্থে সেবকদেরকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যারা যথাযথ নিয়মে কর্তব্য কাজে থাকবে না বা দায়িত্বে অবহেলা করবে তাদের কোনো ক্ষমা নেই। ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য তিরস্কার অপেক্ষা করছে। সকলেই আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব যথানিয়মে সম্পাদন করবেন।

সেবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। এতে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব রশিদ আহমদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মন্নান ছিদ্দিকী ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এপি/এম/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর