thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

২০১৬ জানুয়ারি ২৬ ২১:৩৭:১৪
চট্টগ্রামে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সাতকানিয়ায় পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন মোজাম্মেল।

সাতকানিয়া থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোজাম্মেল মঙ্গলবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পৌরসভা নির্বাচন চলাকালে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সকালে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের কাছে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ভোলা ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ নুরুল আমিন (৪৭) নামে এক ব্যবসায়ী।

নিহত নুরুল সাতকানিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। তিনি কক্সবাজারের মহেশখালি এলাকায় ব্যবসা করতেন। ভোট দিতে তিনি নিজ এলাকায় এসে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে ৩১ ডিসেম্বর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি মোজাম্মেল।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এনআই/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর