thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

২০১৬ জানুয়ারি ২৮ ০৯:৩৪:১৫
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তার পাড় এলাকায় রেল লাইন থেকে বিভূতিভূষণ বৈদ্য (৭০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

রেল পুলিশ বুধবার রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু বিমল নাথ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে এলাকাবাসী জানায় পোস্তারপাড় সিটি করপোরেশন স্কুলের পেছনে রেল লাইনের ওপর এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হয়। তবে তিনি কখন কীভাবে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে তা কেউ বলতে পারেনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ট্রেনে কাটা পড়তে পারেন বলে আশপাশের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বিভূতিভূষণ বৈদ্য নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজারের দিদার মার্কেটের একজন ব্যবসায়ী। সেখানে তার একটি স্বর্ণের দোকান রয়েছে বলে স্বজনরা জানিয়েছে। তার বাসাও দিদার মার্কেটের পেছনে আদালত কলোনিতে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনডিএস/এইচ/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর