thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

অর্ধকোটি টাকা আত্মসাত

এ্যাডভোকেট সালমাসহ ৫ জনের বিরুদ্ধে সমন

২০১৬ জানুয়ারি ২৮ ১৭:৫২:২৬
এ্যাডভোকেট সালমাসহ ৫ জনের বিরুদ্ধে সমন

চট্টগ্রাম অফিস : অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সালমা আলীসহ পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে বৃহস্পতিবার কোহিনূর বেগম নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

অভিযুক্ত বাকি চারজন হলেন- জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক এ্যাডভোকেট ওয়াহিদা ইদ্রিস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ফরহাদি ও তার বন্ধু রেজাউল করিম রেজা এবং মাহমুদা চৌধুরী প্রকাশ নাসরিন সুলতানা।

আইনজীবী এস এইচ এম হাবিবুর রহমান আজাদ জানান, ২০১৫ সালের ১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত সময়ে নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় দরিদ্র নারী-পুরুষের কাছ থেকে কিস্তিতে টাকাগুলো গ্রহণ করেন। জাতীয় মহিলা আইনজীবী সংস্থার প্যাড ব্যবহার করে রেশন দেওয়া এবং বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্তির কথা বলে এসব টাকা নেওয়া হয়। পরে তাদের সঙ্গে প্রতারণা করা হয়।

তিনি জানান, এ্যাডভোকেট সালমা আলীসহ অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে রেশন দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে তিন শ’ দরিদ্র শ্রমজীবী মানুষের কাছ থেকে কিস্তিতে ৫১ লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করে আত্মসাত করেন।

এদিকে, অভিযুক্ত বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ফরহাদি জানান, এ প্রকল্পের সঙ্গে তিনি জড়িত নন। মূলত রেজাউল করিম রেজার সঙ্গে বাদিনীর পরিচয় করিয়ে দেওয়ার সুবাদে তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএআর/এম/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর