thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

অবসরে ফুটবলার জুনিনহো

২০১৪ জানুয়ারি ৩১ ১৪:৪৪:২৫
অবসরে ফুটবলার জুনিনহো

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জুনিনহো।

স্টেট চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভাস্কো দা গামার ক্লাবের মাঠে নেমেছিলেন; বিদায়ের ক্ষণটি সুখের হয়েছে তার। প্রতিপক্ষ অদাক্সকে ৪-০ গোলে হারিয়েছে তার দল। আর খেলা শেষ হওয়ার পর পরই অবসরের ঘোষণা দিয়েছেন।

যদিও আগামী মে পর্যন্ত খেলার কথা বলেছিলেন তিনি। কিন্তু নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট হতে না পেরে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। অবসরের বিষয়ে জুননিহো বলেছেন, ‘বিষয়টি নিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। আর অনেক চিন্তা-ভাবনার পরই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় দলের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জুনিনহো। ব্রাজিলের সর্বকালের সেরা ফ্রি কিকার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ২০০৬ সালে সেলেকাওদের হয়ে জার্মান বিশ্বকাপে খেলেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর