thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

স্বাগত জানালেন বাবলু, নেতাকর্মীদের বয়কট

দুই দিনের সফরে চট্টগ্রামে এরশাদ

২০১৬ জানুয়ারি ২৯ ১৫:০৮:৩০
দুই দিনের সফরে চট্টগ্রামে এরশাদ

চট্টগ্রাম অফিস : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দু’দিনের সফরে আজ চট্টগ্রাম এসেছেন। শুক্রবার ও শনিবার কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

শুক্রবার সকালে একটি বেসরকারি ফ্লাইটে এরশাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান সম্প্রতি পার্টির মহাসচিব থেকে বাদ পড়া দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম। বিমানবন্দর থেকে এরশাদ চলে যান র‌্যাডিসন ব্লুতে।

ব্যক্তিগত ও রাষ্ট্রীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে এরশাদ চট্টগ্রাম এসেছেন বলে জানান বাবলু।

এদিকে বিমানবন্দরে বাবলুর পক্ষ থেকে এরশাদকে স্বাগত জানানোর কারণে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণের বিশাল একটি অংশ এ সংবর্ধনায় যোগ দেয়নি বলে জানা গেছে।

নগর জাপার প্রচার সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, এরশাদ চট্টগ্রাম এসেছেন অথচ পার্টির কোনো নেতাকর্মী বিমানবন্দরে যায়নি। কারণ এরশাদ যাকে মহাসচিব থেকে বাদ দিয়েছেন তিনি এরশাদকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন। তাই দলের কেউ বিমানবন্দরে যায়নি। সেখানে জামায়াত-শিবিরের লোকজনকে নিয়ে যাওয়া হয়।

জাপার মহানগর সাধারণ সম্পাদক মো. ইয়াকুব দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ও শনিবার পার্টি চেয়ারম্যান কয়েকটি ঘরোয়া কর্মসূচিতে অংশ নেবেন। তবে দলীয় কোনো জনসভা নেই। শুক্রবার দুপুরে হোটেল রেডিসন ব্লুতে তিনি পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে তিনি ক্যান্টমেন্ট থাকবেন।

শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এদিকে এরশাদ চট্টগ্রাম সফর এবং দলীয় নেতাকর্মীরা তার অনুষ্ঠানে অংশ না নেওয়ার ব্যাপারে ব্যাখা দিতে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছে মহানগর জাপা নেতা সোলেয়মান আলম শেঠ।

(দ্য রিপোর্ট/এসবি/এসআর/এইচ/জানুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর