thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দ্বিতীয় স্থানে জিয়া

২০১৪ জানুয়ারি ৩১ ১৬:৪৫:৫৫
দ্বিতীয় স্থানে জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : টেডওয়াইজ জিব্রালটার দাবা ফেস্টিটেভালের মাস্টার্সের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৩৭ জনের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ৩ ম্যাচে আড়াই পয়েন্ট পেয়েছেন। ব্রিটিশ দ্বীপ জিব্রালটারে অনুষ্ঠানরত আসরটির তৃতীয় রাউন্ডে জিয়া ইসরাইলের ফিদে মাস্টার আহারন অফিরকে হারিয়েছেন।

চেস কিউ ব্লিজ রেটিং দাবা : চেস কিউ-এর আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় চেস কিউ ব্লিজ রেটিং দাবা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৪০জন দাবাড়ু অংশ নিতে পারবেন। এতে অংশগ্রহণে ইচ্ছুকদের শনিবার দুপুর ১২টার মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ দাবা কক্ষে নাম জমা দিতে বলা হয়েছে। প্রতিযোগিতার খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর