thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছে ক্যাস

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:২৩:৫৪
বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছে ক্যাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিচ্ছে সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ ইন হোমিওপ্যাথিক (ক্যাস) বাংলাদেশ।

হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্র ও ন্যাশনাল হোমিও হল কমলাপুর এর যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হোমিওপ্যাথিক বোর্ডের প্রত্যক্ষ সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করছে ক্যাশ।

চিকিৎসা কেন্দ্রে ৩০ সদস্যের একটি চিকিৎসক দল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতিনিধি দলের মধ্যে ডা. আব্দুল মজিদ, ডা. মোশাররফ হোসেন, ডা. নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. কামারুজ্জামান ভুইঁয়া ও ডা. আবুল কাশেম রয়েছেন।

ইজতেমায় আগত মুসল্লিদের ঠান্ডা জনিত কাশি, শ্বাসকষ্ট, জ্বর-সর্দি ও পেটের পীড়াসহ বিভিন্ন রোগের প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যাশের মহাসচিব ডা. আব্দুল মজিদ।

(দ্য রিপোর্ট/এআই/এমএআর/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর