thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাকাকে জবাব দিচ্ছে রংপুর

২০১৪ জানুয়ারি ৩১ ২১:১৩:৪৯
ঢাকাকে জবাব দিচ্ছে রংপুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় লিগের দ্বিতীয় দিনে ৩ সেঞ্চুরিতে রানের পাহাড় দাঁড় করিয়েছে ঢাকা বিভাগ। রকিবুল হাসান (১৫৪), শুভাগত হোম (১৬৫), নুরুল ইসলাম (১০৯*) রান করেছেন ঢাকা বিভাগের পক্ষে। জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে রংপুর বিভাগ। সালাউদ্দিন পাপ্পু ৭৮ এবং নাঈম ইসলাম ১৬ রান নিয়ে ব্যাটিং করছেন। রংপুর ৪৬৫ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে।

বগুড়া শহীদচান্দু স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। নিজের জন্মদিনে নাফিস ইকবাল ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে ঢাকা মেট্রোর প্রথম ইনিংসে দেওয়া ২২১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৯৫ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। ২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ঢাকা মেট্রো। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭৭। মেহরাব হোসেন জুনিয়র (৬) ও বিশ্বনাথ হালদার (১) রানে ব্যাট করছেন।

খুলনার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত খুলনা-বরিশাল বিভাগের খেলা। খুলনার দেওয়া ৩৫৭ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বরিশাল বিভাগ ৩ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে। খুলনা বিভাগের হয়ে জিয়াউর রহমান তুলেছেন ৭৭*। ক্রিজে রয়েছেন সালমান হোসেন (২৪) এবং নুরুজ্জামান (৬)।

রাজশাহী-সিলেট বিভাগের দ্বিতীয় দিনের খেলা ঢাকার অদূরে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। লো স্কোরিং এ ম্যাচে রাজশাহী ৭৩ রানের লিড নিয়েছে। ৬ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী। হামিদুল ইসলাম (৩) ও জুবায়ের আহমেদ (০) রানে ব্যাটিং করছেন।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর