thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আরও দুই মুসল্লির মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০১ ০৯:৫১:৪৭
আরও দুই মুসল্লির মৃত্যু

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে চলছে ৪৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রাজারামপুর গ্রামের নূর মোহাম্মদ (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অজ্ঞাত পরিচয়ের এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু হলো।

দুই মুসল্লির নামাজে জানাজা দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। দুই মুসল্লির নামাজে জানাজার পর বয়ান শুরু করেন বাংলাদেশের মাওলানা আব্দুল ওহাব। বাংলায় বয়ানের পর হিন্দি ভাষায় তরজমা করা হয়।

অপরদিকে ইজতেমা ময়দানে পানি সঙ্কট দেখা দেওয়ায় মুসল্লিদের পানি সংগ্রহে নানা কসরত করতে দেখা যায়। ইজতেমা ময়দান ঘিরে খোলা ও বাসি খাবার বিক্রি হচ্ছে দেদার। এ সব খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন মুসল্লিরা। পুলিশের পক্ষ থেকে বার বার হকার উচ্ছেদের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও ইজতেমায় মুসল্লির আগমন এখনও অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর