thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই 25, ১৭ আষাঢ় ১৪৩২,  ৫ মহররম 1447

শুভ জন্মদিন মোর্শেদ নোমান

২০১৬ ফেব্রুয়ারি ০৭ ০০:১১:২০
শুভ জন্মদিন মোর্শেদ নোমান

দ্য রিপোর্ট প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার মোর্শেদ নোমানের জন্মদিন ৭ ফেব্রুয়ারি। শুভ জন্মদিন মোর্শেদ নোমান।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড়দারোগাহাট গ্রামে এদিনে জন্মগ্রহণ করেন মোর্শেদ নোমান। বাবা ব্যবসায়ী নুরুল আফসার ও মা লায়লা আফরোজ। চার ভাই দুই বোনের মধ্যে সবার বড় তিনি।

১৯৯৮ সালে বিনোদন সাংবাদিকতার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু। চিন্ময় মুৎসুদ্দির সম্পাদনায় প্রকাশিত বিনোদন ম্যাগাজিন বিনোদন বিচিত্রার মাধ্যমে কাজ শুরু করেন। পরে কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে যোগ দেন সংবাদভিত্তিক ম্যাগাজিন সাপ্তাহিক ২০০০ এ। এরপর দীর্ঘদিন কাজ করেন সংবাদভিত্তিক এফএম রেডিও এবিসি রেডিওতে। এবিসি রেডিওর চিফ রিপোর্টার হিসেবে ৬ বছরেরও বেশি সময় কাজ করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির ৪৫ জনেরও বেশি সদস্যের বার্তা বিভাগের নেতৃত্ব দিয়েছেন। এবিসি রেডিও কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে বিনোদননির্ভর করার সিদ্ধান্ত নিয়ে সংবাদ বন্ধ করার সিদ্ধান্ত নিলে তিনি যোগ দেন এবিসি রেডিওর বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রথম আলোতে। ২০১৩ সাল থেকে তিনি কাজ করছেন প্রথম আলোতে।

মোর্শেদ নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার ওপর দেশে ও বিদেশে অনেকগুলো প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সাংবাদিকতার জন্য ইউনিসেফের মীনা অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।

মোর্শেদ নোমান দীর্ঘদিন যুক্ত ছিলেন গ্রুপ থিয়েটার আন্দোলনে। নাট্যদল ‘নাট্যজন’-এর সদস্য ছিলেন। পেশাগত ব্যস্ততার কারণে পরবর্তীতে নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্ততা কমিয়ে আনেন। শৌখিন এ অভিনেতা অনেকগুলো টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। নাটকও লিখেছেন। তার লেখা বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে। এখনো পেশাগত ব্যস্ততার ফাঁকে নাটক লেখার কাজটি চালিয়ে যাচ্ছেন।

পারিবারিক জীবনে স্ত্রী ফরিদা পারভীন এবং দুই মেয়ে তাসনূহা মাহনুর মোর্শেদ প্রমি ও তাসকিনা মাহনুর মোর্শেদ পৃথাকে নিয়ে তার সংসার।

জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে মোর্শেদ নোমান বলেন, ‘আসলে জন্মদিন সেভাবে মনেই থাকে না। তবে ফেসবুক আর সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলো এখন দিনটির কথা মনে করিয়ে দেয়। বন্ধুদের শুভেচ্ছা পেয়ে ভালো লাগে। অন্য সব দিনের মতোই কাজের মধ্যে দিয়ে দিনটি যাবে। তবে শুভেচ্ছা আর ভালোবাসার কারণে অন্যরকম অনুভূতি নিয়ে ভালো সময় কাটবে।’

(দ্য রিপোর্ট/এমএ/এপি/এইচ/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর