thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ইজতেমায় আসার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১২:৫৬:১৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় আসার পথে টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গাজীপুরে মেয়ের বাসা থেকে ইজতেমায় আসার পথে শুক্রবার রাতে বাস্তহারা এসিআই পাম্পের সামনে পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুল রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার হাচপুকুর গ্রামের মৃত শামস মোহাম্মদের ছেলে।

দুর্ঘটনায় মৃত আব্দুল রহমানের সহযোগী আবুদল মান্নান জানান, ভোলাহাট থেকে গত বুধবার রাতে বাসভাড়া করে প্রায় ৫০ জন যাত্রী বিশ্ব ইজতেমায় আসেন। বিকেল ৩টার দিকে তাকে সঙ্গে নিয়ে আব্দুল রহমান মেয়ের বাড়ি যান। মেয়ের বাসা থেকে ইজতেমায় যাওয়ার পথে এসিআই পাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় পিকআপের ধাক্কায় আব্দুল রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহআলম ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর