thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘আপিলের অজুহাতে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হচ্ছে না’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৩:০৬:৪৮
‘আপিলের অজুহাতে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হচ্ছে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আপিল বিভাগে মামলা বিচারাধীন রাখার অজুহাতে যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার বাংলাদেশ ডিগনিটি ফোরাম আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও সহিংসতামুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় ‌মর্যাদার রাজনীতি ও সংস্কৃতি বিনির্মাণ’ বিষয়ক নাগরিক সংলাপে বক্তারা এ অভিযোগ করেন।

একই সঙ্গে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সরকার দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে একদিকে যেমন আপস করছে, তেমনি কিছু ভালো উদ্যোগও গ্রহণ করছে বলেও জানান বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক বায়োজিদ দৌলা আলোচনাপত্র পাঠ করেন।

গত জানুয়ারি মাসে সাম্প্রদায়িকতার কারণে অগ্নিসংযোগ এবং ৬২১টি বাড়ি, ১৯২টি ব্যবসায় প্রতিষ্ঠান ও ৫২টি প্রতিমা, পূজামণ্ডপ, মন্দির লুটপাত ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বলে জানানো হয় আলোচনাপত্রে।

সাম্প্রতিক সহিংসতার কারণে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বাধীনভাবে বসবাস করার জন্মগত অধিকার হরণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ ছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও ঐতিহ্যগত বাঙালি সংস্কৃতির মেলবন্ধন সুদৃঢ় করার মাধ্যমে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলেও জানানো হয়।

সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব শুধু রাষ্ট্রের বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সামাজিক দায় এড়িয়ে যাওয়ার সুযোগ সাধারণ মানুষের নেই বলে আলোচনাপত্রে উল্লেখ করা হয়।

মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় বাংলাদেশ ডিগনিটি ফোরামের সভাপতি কামাল লোহানী প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর