thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

ঊনচল্লিশ বছরে ডিএমপি

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৩:০৬:১৬
ঊনচল্লিশ বছরে ডিএমপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩৮ পেরিয়ে ৩৯তম বছরে পদার্পণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর নিরাপত্তা রক্ষার লক্ষ্য নিয়ে ডিএমপি ১৯৭৬ সালের পহেলা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

প্রসঙ্গত, ৩৮ বছর আগে ১২টি থানাসহ ৬ হাজার জনবল নিয়ে যাত্রা শুরু করেছিল ডিএমপি। বর্তমানে জনবল বাড়ার পাশাপাশি ডিএমপির অধীনে থানা রয়েছে ৪৯টি। ডিএমপিতে একজন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপির পদমর্যাদা), ৫ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা), ৯ জন যুগ্ম-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা), ৩১ জন ডিসি (পুলিশ সুপার), ৪২ জন এডিসি, ১৮৯ জন এসি, ৪৫৩ জন ইন্সপেক্টরসহ মোট ২৬ হাজার ৬৬১ জনের মঞ্জুরিকৃত জনবল রয়েছে। এর মধ্যে সিভিল স্টাফ রয়েছে ৮১১ জন।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ডিএমপির আওতাধীন এলাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার পাশপাশি তেমনি অপরাধের সংখ্যা এবং ধরনও বাড়ছে। এ কারণে ডিএমপির সেবায় এসেছে পরিবর্তন, বাড়ানো হয়েছে জনবল। নগরবাসীর সার্বিক নিরাপত্তায় ডিএমপি সফলভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে ডিএমপি আরও পেশাদারিত্ব প্রদর্শন করে মানুষের সেবায় কাজ করে যাবে।’

(দ্য রিপোর্ট/এএইচএ/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর