thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘খাদ্যে ভেজাল মিশিয়ে গণহত্যা চালানো হচ্ছে’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৫:৫৬:৪৫
‘খাদ্যে ভেজাল মিশিয়ে গণহত্যা চালানো হচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : খাদ্যে ভেজাল মেশানোর মধ্য দিয়ে দেশে নীরবে গণহত্যা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে পবা আয়োজিত ‘রোগ প্রতিরোধ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং রাজনীতি’ র্শীষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল মেশানোর ব্যাপারে বিএনপি ও আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করছে। তারা কেবল ক্ষমতার নেশায় ব্যস্ত।’

পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এম মাজহারুল হক বলেন, ‘আমরা গরিব দেশের জনগণ। এই দেশের ৮৫ ভাগ লোকের স্বাস্থ্যসেবা নেওয়ার সামর্থ নেই। সে কারণে আমাদের পাবলিক হেলথ পলিসি গঠন করতে হবে।’

হেলথ অ্যান্ড হোপ এর পরিচালক ডা. লেনিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ডায়বেটিকসের চিকিৎসা করা হয় ইউরোপীয়ান জনগণের ওপর গবেষণা করে। একইভাবে অন্যান্য রোগের চিকিৎসাও এই দেশের জনগণের ওপর গবেষণা করে করা হয় না। জনগণকে সুস্থ রাখতে হলে প্রথমেই এই পলিসি সংশোধন করতে হবে।’

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএমএ’র সাবেক সভাপতি ডা. ওশিদ ই মাহাবুব, পবার সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাফুজুল হক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর