thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আইএমএম পদ্ধতিতে মশা নিধন কার্যক্রম

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৭:০৬:১৯
আইএমএম পদ্ধতিতে মশা নিধন কার্যক্রম

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইনট্রিগ্রিটেড মসকিউটো ম্যানেজমেন্ট (আইএমএম) পদ্ধতিতে মশা নিধন কার্যক্রম চালু হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে জিয়োলেজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ- এর উদ্যোগে মশার সমস্যা নিধন র্শীষক এক সেমিনারে এ কথা জানানো হয়েছে।

সেমিনারে জানানো হয়, আইএমএম বর্তমানে বিশ্বের প্রায় সকল উন্নত দেশেই প্রচলিত আছে। এর মূল উপাদানগুলো হল- বর্ষব্যাপী মশার পরিবীক্ষণ, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, মশার প্রজনন স্থানসমূহের বিলুপ্তি করা, জীবজ দমন, পরিবেশবান্ধব কীটনাশক প্রয়োগ করা।

সেমিনারে জীবজ দমন সর্ম্পকে জানানো হয়, গাপি ফিশের মাধ্যমে এই পদ্ধতিটি সম্পন্ন করা হয়। গাপি ফিশ সাধারণত ড্রেনে বসবাস করে। আর এরা ড্রেনে বসবাসরত মশা খাওযার মাধ্যমে, মশা নিধন করে থাকে।

সেমিনারে আলোচকরা বলেন, ইন্টারনেট ও টেলিযোগাযোগের মাধ্যমে জনগণকে যথাযথভাবে মশা নিয়ন্ত্রণ সর্ম্পকে সচেতন করতে হবে।

এ ছাড়া তারা বলেন, ঢাকা সিটি কর্পোরেশন মশা নিধনে তেমন ভূমিকা পালন করে না। তারা শুধুমাত্র রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। এই পর্যন্ত শুধুমাত্র কীটনাশক ব্যবহার মশা নিধনে তেমন কার্যকর ভূমিকা রাখেনি।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোশ, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর খান হাবিবুর রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর