thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আর কোনো ভুল নয় চট্টগ্রামে

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৭:২৮:৪৪
আর কোনো ভুল নয় চট্টগ্রামে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩ বছর পর ইনিংস হার; বাংলাদেশের জন্য বড় ধাক্কা। এমন বাজেভাবে হার কোনোভাবে মানতে পারছেন না বাংলাদেশ কোচ, অধিনায়ক এমনকি নির্বাচকমণ্ডলীও। হতাশ কোচ শেন জার্গেনসেন বলেছেন, ‘শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দলের বিপক্ষে ভুল করলে ছাড় পাওয়া যাবে না।’ ৬ বছর পর প্রধান নির্বাচকের দায়িত্ব ফিরে পাওয়া মোটেও সুখকর হয়নি ফারুক আহমেদের।

প্রথম টেস্টে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্স কোচ ফারুক আহমেদ অভিযুক্ত করেছেন ব্যাটিংকে। বলেছেন, ‘আগে দেখা যেত ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ হত, অথবা বোলিং ভালো হলে ব্যাটিং খারাপ হত। তবে এই টেস্টের বিশ্লেষণে কোনো ডিপার্টমেন্টই আশাব্যঞ্জক কিছু দেখাতে পারেনি। আমাদের প্রধান শক্তি ব্যাটিং। ব্যাটিং ভালো হলে তার প্রভাব পুরো ম্যাচে পড়ে। কিন্তু এই টেস্টে ব্যাটিংই বেশি হতাশ করেছে।’

প্রথম ইনিংসে ৬ ব্যাটসম্যান উইকেট বিলিয়ে দিয়েছেন, দ্বিতীয় ইনিংসেও আত্মাহুতির মহড়া চলেছে। চট্টগ্রামে যাওয়ার প্রাক্কালে মুশফিক-তামিমদের ভুল সংশোধন করতে বোলার শেন জার্গেনসেনকে দেখা গেছে। শর্ট বল কীভাবে ছেড়ে দিতে হবে, সেই তালিম দিয়েছেন কোচ। মিরপুর টেস্টের হতাশা ভুলে চট্টগ্রামে দারুণভাবে ফিরে আসবে তার শিষ্যরা, সে প্রত্যাশাই করছেন জার্গেনসেন। বলেছেন, ‘প্রথম ইনিংসে বেশ কটি হাফসেঞ্চুরি ছিল, তা সেঞ্চুরিতে পরিণত করতে পারেনি ছেলেরা। পরবর্তী টেস্টে সেই দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের।’

প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে দারুণভাবে ফিরতে চান মুশফিকুর চট্টগ্রামে। চট্টগ্রামের অতীত রেকর্ড ভরসা দিচ্ছে মুশফিকুরকে। মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেট চেয়ে ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার পেস বোলারদের মুখ। শর্ট ডেলিভারি বাংলাদেশ ব্যাটসম্যানদের স্বাভাবিক ব্যাটিংয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন মুশফিকুররা। সে কারণেই চট্টগ্রামে স্পোর্টিং উইকেট নয়, মরা উইকেট চাইছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে যে উইকেটে সোহাগ গাজী করেছেন বিশ্বরেকর্ড, প্রস্তুত সেই উইকেট। বাংলাদেশ দল যাতে ৫ দিন নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারে, এমন বৈশিষ্ট্যের উইকেটের নির্দেশনা আসছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। প্রতিপক্ষ পেস বোলারদের শর্ট বল ভীতি কাটানোর জন্য এই কৌশল বিসিবির গ্রাউন্ডস কমিটির। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্ভরশীল সূত্র এ আভাসই দিয়েছেন।

চট্টগ্রাম টেস্টে বাদ পড়তে পারেন রুবেল-রবিউলের একজন। সেখানে মাহমুদউল্লাহ অথবা রাজ্জাকের মধ্যে একজন ফিরতে পারেন টেস্টে। চট্টগ্রামে সর্বশেষ টেস্টে নিউজিল্যান্ডের ৪৬৯ স্কোরের জবাবে বাংলাদেশের স্কোর ৫০১। পঞ্চম দিনের সকালে হঠাৎ উইকেটে টার্ন পেয়ে সোহাগ গাজীর হ্যাটট্রিক করেছেন! টানা ৫ দিন অপরিবর্তিত থাকা এমন উইকেটই কামনা করছে মুশফিকুররা। বাজে শুরুর পর শেষটা ভালো করতে ভরসা দিচ্ছে চট্টগ্রাম।

চট্টগ্রাম টেস্টে পেস বোলার কমিয়ে স্পিনার বাড়ানোর কথাই ভাবছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সে আভাসই দিয়েছেন তিনি; বলেছেন, ‘৩ সিম বোলার খেলাব, এমন নাও হতে পারে। সাধারণত উইকেট দেখে সিদ্ধান্ত নেব কম্বিনেশনটা কেমন হবে। যেহেতু মিরপুরের উইকেটে বাউন্স ছিল তাই থার্ড সিমার নেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর