thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

ওয়ানডে স্ট্যাটাস হারাল নেদারল্যান্ডস-কানাডা-কেনিয়া

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৭:৫৩:৪১
ওয়ানডে স্ট্যাটাস হারাল নেদারল্যান্ডস-কানাডা-কেনিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়ানডে স্ট্যাটাস হারিয়েছে নেদারল্যান্ডস,কেনিয়া ও কানাডা। নিউজিল্যান্ডে আইসিসি বিশ্বকাপ বাছাইয়ে হতাশাজনক পারফরমেন্স করায় ৫০ ওভারের ফরম্যাট থেকে ঝরে পড়েছে এই ৩টি দল। তাই কোনো ধরনের আন্তর্জাতিক ওয়ানডেতে আর খেলতে পারবে না এই দলগুলো ।

কেনিয়া বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়েছিল। আর গ্রুপ পর্বই পেরোতে পারেনি নেদারল্যান্ডস ও কানাডা। নেদারল্যান্ডস ২০০৬ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল। আর কেনিয়া ১৯৯৬ সালে পেয়েছিল এই সম্মাননা। দুর্ভাগ্য, কেনিয়া এই সম্মাননা ধরে রাখতে পারল না।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড বিশ্বকাপের টিকিট পেয়েছে। এই দল ২টি সুপার সিক্সের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

অন্যদিকে আরব আমিরাত লড়বে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।

(দ্য রিপোর্ট/বি/সিজি/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর