thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৩৬:৩৫
বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাকিবকে ২ বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছেন মোবাইল অপারেটিং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সিইও জিয়াদ সাতারা।

সাকিব তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাংলালিংকের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করছি, যার যার ক্ষেত্রে অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’

শনিবার ওই অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘সব দলেরই একটি বাজে সময় আসে। গত এক দেড় বছরে আমরা এমন খারাপ কোনো ম্যাচ খেলেনি। এটি ছিল বাজে একটি ম্যাচ। আমরা যত দ্রুত সম্ভব এটি ভুলে যেতে চাই। আশা করছি, আমরা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াব। দলের সবাই কঠোর পরিশ্রম করছে। চট্টগ্রামে আমাদের ভালো স্মৃতি আছে, ভালো খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/আরকে/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর