thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

স্কুল হকির বর্ণাঢ্য উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৪০:০২
স্কুল হকির বর্ণাঢ্য উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্কুল হকির বর্ণাঢ্য উদ্বোধন। শনিবার বিকাল ৩টায় বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ‘লং লাইভ লিয়েন্দ্র’ ডিসপ্লেটি ছিল অসাধারণ। হকির ৪০ বছর পূর্তিতে যে ডিসপ্লে’র আয়োজন করেছিল ফেডারেশন।

এবার স্কুল হকির উদ্ধোধনে তাও ছাড়িয়ে গেছে। বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি লিয়েন্দ্র নেগ্রের সৌজন্যে এ ডিসপ্লেটি প্রদর্শিত হয়েছে। এর আগে স্কুল ফুটবলের থিম সং ‘শৈশব দুরন্ত, হকিতে আনন্দ.. বিশ্বকাপ জয়ের পক্ষে, খেলে যাব নিজের লক্ষ্যে’ গানটি সংগীত শিল্পী এসআই টুটুল ঘোড়ার গাড়িতে চড়ে গান করেছেন।

দুপুর ৩টর দিকে লালগালিচা সংবর্ধনায় স্টেডিয়ামে প্রবেশ করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়েন্দ্রে নেগ্রে। স্কুল হকি খেলোয়াড়রা হাতের স্টিক উঁচু করে তুলে ধরে তাকে স্বাগত জানিয়েছেন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই নিজের বক্তব্যে এএএম জাকারিয়া বলেছেন, ‘এই টুর্নামেন্টে যারা ভালো খেলবে তাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করে দেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। হকি ফেডারেশনের সঙ্গে স্কুল হকির মাধ্যমেই আমরা যুক্ত হয়েছি। আশা করছি, দেশের হকির স্বার্থে ভবিষ্যতেও থাকব ফেডারেশনের সঙ্গে।’

ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী বলেছেন, ‘বাংলাদেশের হকির ইতিহাসে আজকের দিনটি আনন্দময় একটি ঘটনা। এই টুর্নামেন্ট উপলক্ষে দেশের ১০টি ভেন্যুতেই সংস্কার কাজ হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রত্যাশা আমরা ২০২২ সালে হকি বিশ্বকাপে খেলব। সে লক্ষ্যেই এখনকার খুদেরাই হবে ভবিষ্যৎ জাতীয় দলের কান্ডারি।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে দেশের হকি উন্নয়নের জন্য ফেডারেশনকে ৭ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া কিছুদিনের মধ্যে অনূর্ধ্ব-১৮ জাতীয় দল গড়তে ও এফআইএইচের দেওয়া টার্ফ স্থাপনের জন্য আরও দেড় কোটি টাকা দেওয়া হবে।’

বিশ্ব হকির কর্তা লিয়েন্দ্রো নেগ্রে বলেছেন, ‘ড্রিমস কাম রিয়েলিটি (স্বপ্নই সত্যে পরিণত হয়)। বাংলাদেশে হকির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর আজকের স্কুল হকি টুর্নামেন্টের এই উদ্যোগ এ দেশের হকি প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। তা ছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং এফআইএইচের উদ্যোগে যে টার্ফ বাংলাদেশে স্থাপনের যে কথা হচ্ছিল, তা বাস্তব সম্মত এবং প্রয়োজনীয়।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/ফেব্রয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর