thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

৩ দিনেই রাজশাহীর জয়

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২০:২৪:৪৬
৩ দিনেই রাজশাহীর জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে ৩ দিনেই জয় পেয়েছে রাজশাহী বিভাগ। তারা সিলেট বিভাগকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

টসে হেরে ব্যাটিং নেওয়া রাজশাহীয় তাদের প্রথম ইনিংসে জুনায়েদ সিদ্দিকের ৬৩ রানে ২১৭ রান করেছে। জবাবে সিলেট বিভাগ প্রথম ইনিংসে ২৪৪ রান তুলেছে। ২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এনামুল হকের বোলিং তোপে পড়ে ১৯৫ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ১৬৮ রানের সহজ টার্গেট নিয়ে খেলতে নেমে তাজুল ইসলামের বোলিং আক্রমণে মাত্র ৭৫ রানেই গুঁড়িয়ে যায় সিলেট। রাজশাহী বিভাগ সহজ জয় পেয়েছে ৭৫ রানের।

খুলনার আবু নাসের স্টেডিয়ামে বরিশাল-খুলনা বিভাগের ম্যাচটি ড্রয়ের পথেই এগুচ্ছে। টসে হেরে ৪ হাফসেঞ্চুরি ৩৫৭ রানের বড় স্কোর গড়েছে খুলনা। জবাবে ১০৫ রান পিছিয়ে থেকে ইনিংস শেষ করেছে বরিশাল। তৃতীয় দিনশেষে খুলনা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৩ রান নিয়ে ব্যাটিং করছে।

জাতীয় লিগের সবচেয়ে বড় স্কোরের ম্যাচে মুখোমুখি ঢাকা-রংপুর বিভাগের। ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৬১৬ রান করেছে। জবাবে রংপুর বিভাগ ৩১৫ রান করতেই সবকটি উইকেট হারিয়েছে। ফলোঅনের খড়গে পড়েছে রংপুর। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে রংপুর। তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯০ রান। হারের খুব কাছাকাছি রয়েছে রংপুর।

ঢাকা মেট্রো-চট্টগ্রাম বিভাগের ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। টসে হেরে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২২১ রানের জবাবে ২৬ রান পিছিয়ে থেকেই সবকটি উইকেট হারিয়েছে চট্টগ্রাম। ম্যাচের দ্বিতীয় দিনে ২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ঢাকা। আফতাব আহমেদের বোলিংয়ে ঢাকাকে ২৮৯ রানে আটকে রাখতে সম্মত হয়েছে চট্টগ্রাম বিভাগ। (২৬+২৮৯) রানের জয়ের লক্ষ্য নির্ধারণ হয়েছে চট্টগ্রামের সামনে। তৃতীয় দিনশেষে চট্টগ্রাম ২ উইকেটে ৬৩ রান করেছে তারা।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/সিজি/সা/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর