thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে মেক্সিকোয় বিক্ষোভ

২০১৪ ফেব্রুয়ারি ০১ ২২:২৮:০৭
জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে মেক্সিকোয় বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর জ্বালানি খাতকে বিদেশি বিনিয়োগের জন্য উম্মুক্ত করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশটির কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি তেল ও গ্যাসশিল্পকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশটির সংবিধান সংস্কারে উদ্যোগ নেন। এর বিরোধিতা করতেই শুক্রবার প্রায় ৬৫ হাজার বিক্ষোভকারী মেক্সিকো সিটির প্রধান স্কোয়ার জোকালোতে সমবেত হন।

ওই সংস্কারের ফলে গত ৭৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মেক্সিকোর জ্বালানি খাত বিদেশি বিনিয়োগের জন্য পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ে। ২০১৩ সালের শেষদিকে এ সংস্কার আনা হয়। মেক্সিকোর বেশিরভাগ প্রদেশই এ সংস্কারের অনুমোদন দেয়।

ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দেশটির বিরোধী দল পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভ্যুলিউশন (পিআরডি)। দলটি একটি বামপন্থী রাজনৈতিক দল। এটি ক্ষমতাসীন প্রেসিডেন্টের ইনস্টিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টির (পিআরআই) প্রধান বিরোধী।

পিআরডি ঘোষণা করেছে, ২০১৫ সালের মধ্যেই তারা এই সাংবিধানিক সংস্কার বাতিল করবে।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর