thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল 25, ১৪ বৈশাখ ১৪৩২,  ২৮ শাওয়াল 1446

কাশ্মীরের ঝিলাম নদীতে হঠাৎ পানিবৃদ্ধি, সতর্কতা জারি

২০২৫ এপ্রিল ২৭ ২০:১৭:০৩
কাশ্মীরের ঝিলাম নদীতে হঠাৎ পানিবৃদ্ধি, সতর্কতা জারি

দ্য রিপোর্ট ডেস্ক:পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবাহিত ঝিলাম নদীতে পানির স্তর হঠাৎ করেই তিন ফুট বেড়ে গেছে। এ ঘটনায় আজাদ কাশ্মীর অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এসডিএমএ) পরিচালক সঈক কুরেশি জানিয়েছেন, এই পানি বৃদ্ধির মূল কারণ হলো ভারতের তরফ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া। আর এর সঙ্গে যোগ হয়েছে বরফ গলনের প্রাকৃতিক প্রক্রিয়া।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট সংকটের মিশ্রণ

ঝিলাম নদীর উত্স মূলত হিমালয়ের পাদদেশ। প্রতি বছর বরফ গলনের কারণে এ নদীতে কিছুটা পানি বৃদ্ধি দেখা যায়। তবে এবার কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই অতিরিক্ত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে ভারত। এটাই মূলত পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বরফ গলন এবং অনিয়ন্ত্রিত পানি ছাড়ার সম্মিলিত প্রভাব একটি আকস্মিক বন্যার সম্ভাবনা তৈরি করেছে, যা নিচু এলাকার জন্য মারাত্মক হুমকি।

নিরাপত্তা সতর্কতা: জনসাধারণের জন্য নির্দেশনা

এদিকে পানি বেড়ে যাওয়ার পর জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। পর্যটক ও স্থানীয় জনগণকে ঝেলম নদীর ধারে যাওয়া বা নদীতে গোসল করতে নামা কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন এক ঘোষণায় জানিয়েছে, হঠাৎ স্রোত বেড়ে গেলে জীবনহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়— তাই এখন সতর্কতা অবলম্বন করা জরুরি।

কূটনৈতিক দৃষ্টিকোণ: জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ

এদিকে সাম্প্রতিক এই ঘটনা সিন্ধু পানিচুক্তিকে (Indus Waters Treaty, ১৯৬০) আবারও সামনে এনেছে, যা একটি পুরনো বিতর্ক। এই চুক্তির অধীনে ভারতের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে পানি ছাড়া বাধ্যতামূলক। তবে রাজনৈতিক টানাপোড়েনের সময় এ ধরনের আচমকা পানি ছাড়া অনেক সময় কৌশলগত চাপ সৃষ্টির মাধ্যম হয়ে দাঁড়ায়।

ঝিলাম নদীর হঠাৎ পানি বৃদ্ধির এই সংকট কেবল প্রাকৃতিক দুর্যোগের আলামত নয়, বরং আঞ্চলিক রাজনীতির অস্থিরতাকেও সামনে এনে দিয়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এমন প্রবণতা বাড়তে থাকে, তাহলে দুই প্রতিবেশী দেশের মধ্যে পানিসম্পদ নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে। তাই সময়ের দাবি— কূটনৈতিক সংলাপ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সমন্বিত পদক্ষেপ। সূত্র: ডন

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর