thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল 25, ৯ বৈশাখ ১৪৩২,  ২৪ শাওয়াল 1446

৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: তারেক রহমান

২০২৫ এপ্রিল ২৩ ০০:০৩:৩৬
৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে: তারেক রহমান

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘‘আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি।’’

তিনি বলেন, ‘‘আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা জন সমর্থনবিরোধী কাজ করবে, তাদের সরিয়ে দিতে হবে। তা নাহলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে।’’

তারেক রহমান ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালার উদ্বোধনকালে শামসুজ্জমান দুদু বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন, তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেসনোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক, এ জন্য আন্দোলনের দরকার নেই।’’

প্রশিক্ষণ কর্মশালায় আরো যোগ দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা প্রমুখ। জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ৬ শতাধিক নেতাকর্মী কর্মশালায় অংশ নেন। তারেক রহমানের বক্তৃতার মাধ্যমে সন্ধ্যায় প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর