thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ঘরের মাঠে বার্সার হার

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০০:২৯:৫৮
ঘরের মাঠে বার্সার হার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ ব্যবধানে হারল বার্সা। অবশ্য এ পরাজয়ের পরও ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষ স্থান ধরে রেখেছে জেরার্ডো মার্টিনের দল। তবে পয়েন্ট টেবিলে নিঃশ্বাস দূরত্বে দাঁড়ানো অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ থেকে একটি ম্যাচ বেশি খেলেছে বার্সা। ফলে রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাটলেটিকো জিতলেই শীর্ষ স্থান হারাতে পারে বার্সা।

ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা ম্যাচের প্রথমার্ধের ৭ মিনিটেই মেসির সহায়তায় অ্যালেক্সিস সানচেজ অসাধারণ এক গোল করেন। এর পর ৪৪ মিনিটে আলগা রক্ষণভাগের সুযোগে ভ্যালেন্সিয়ার দানি পারেয়ো গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে পাবলো পিয়াত্তির দুর্দান্ত এক হেডে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন। ২-১ পিছিয়ে থাকার পর ৫৩ মিনিটে রিকার্ডো কস্তার বিতর্কিত হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় কাতালানরা। পেনাল্টির সুযোগ হাতছাড়া করেননি মেসি। ৫৪ মিনিটেই খেলায় সমতা ফেরান বার্সা ফরোয়ার্ড। এর পাঁচ মিনিট পরেই বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভ্যালেন্সিয়ার পাকো আলকাসার।

৪৪ থেকে ৫৯ মিনিটের মধ্যে বার্সাকে হজম করতে হয়েছে তিনটি গোল। ন্যু ক্যাম্পে বার্সার চিরায়াত সেই সৌন্দর্য খুব একটা খুঁজে পাওয়া যায়নি। রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছিল বারবার। সঙ্গে স্বভাববিরুদ্ধ দৃষ্টিকটু ফাউল করেছে মার্টিনোর দল। পুরো খেলায় ভ্যালেন্সিয়া ফাউল করেছে ৮টি, বার্সা সেখানে ১৮টি। ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জর্ডি আলবাকে মাঠ ছাড়তে হয়। ১০ জনে পরিণত হওয়া বার্সা ম্যাচের শেষ মুহূর্তে দু-একটা চেষ্টা চালালেও সেগুলো সাফল্যের মুখ দেখেনি। (সূত্র : স্টার স্পোর্টস, রয়টার্স)

(দ্য রিপোর্ট/এমএইচও/এমএআর/এএর/ফেব্রুয়ারি ০২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর