thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ০৬:৫৫:৫১
সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ২০১৩ সালের ১৫ জানুয়ারি দায়েরকৃত মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইনের ১৩ খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে জসিম উদ্দিনের সঙ্গে ফোন যোগাযোগ করা হলে তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বরখাস্তের বিষয়টি আমার জানা নেই। আমি কোন কাগজপত্র পাইনি।

তিনি বলেন, যে মামলার কথা বলছেন, এর সঙ্গে আমি কোনভাবেই সম্পৃক্ত নই। এটি একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ জসিম উদ্দিন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি একই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএস/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর