thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ছাত্রলীগের হামলায় এএসআইসহ আহত ২

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ০১:৪৩:০৯
ছাত্রলীগের হামলায় এএসআইসহ আহত ২

চট্টগ্রাম অফিস : স্থানীয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুলিশ কেন্টিনে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় কেন্টিনে থাকা পুলিশের একজন এএসআইসহ দুজন আহত হয়েছেন।

পুলিশ সুপারের কার্যালয়ের সাথে লাগোয়া পুলিশ ক্যান্টিনে ৩০/৪০ জন সন্ত্রাসী প্রকাশ্যে লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। অথচ পুলিশ তাদের গ্রেফতার না করায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার এস আই আনিছুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে কিছু উচ্ছৃঙ্খল যুবক জেলা পুলিশের ক্যান্টিনে খেয়ে বিল নিয়ে গণ্ডগোল করে। এ নিয়ে দোকান ম্যানেজার আনোয়ার হোসেন এবং ক্যান্টিনের বয়দের সাথে যুবকদের ঝগড়া হয়। তারা চলে যাওয়ার অাধঘণ্টা পর ৩০/৪০ জন সন্ত্রাসী ক্যান্টিনে এসে ভাঙচুর করে পালিয়ে যায়। এতে সেখানে নাস্তা খাওয়ার সময় জেলা পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও অন্য একজন কাস্টমার আহত হয়েছেন। দুষ্কৃতকারীদের ধরার জন্য অভিযান চলছে।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের মালিকানাধীন এ পুলিশ ক্যান্টিনটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়ে আসছে। ক্যান্টিনের ম্যানেজার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, যেসব ছেলে হামলা করেছে তারা সবাই স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। তাই তারা পুলিশ কার্যালয়ের সামনে হামলা করার সাহস পেয়েছে। তারা প্রায় সময়ই আড্ডা মেরে খেয়ে বিল না দিয়ে চলে যায়।

এ ব্যাপারে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে টেলিফোনে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/কেআই/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর