thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১৪

২০১৪ ফেব্রুয়ারি ০২ ০৭:৪৭:০৭
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১৪

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিনাবাং নামক একটি পাহাড় থেকে উত্তপ্ত লাভা ও ছাই আকাশের দিকে দুই কিলোমিটার পর্যন্ত নিক্ষিপ্ত হয়।

উত্তপ্ত ছাই পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। মূলত ছাইচাপা পড়েই হতাহতের এ ঘটনা ঘটে।

দেশটির জরুরি ত্রাণ ও উদ্ধার বিভাগের কর্মকর্তা সুতোপো পুরও নুগরোহো জানিয়েছেন, নিহতদের মধ্যে স্থানীয় একজন টিভি সংবাদকর্মী, হাই স্কুলের চার শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক রয়েছেন।

প্রায় তিন বছর সুপ্ত অবস্থায় থাকার পর গত বছরের সেপ্টেম্বরে সিনাবাং আবারও জীবন্ত হয়ে ওঠে। এরপর থেকে বেশ কয়েকবার এ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হলেও তার মাত্রা ছিল কম।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, আরও অনেক মানুষ হতাহত হয়েছেন। কিন্তু তারা অগ্ন্যুৎপাতের তাপের কারণে দুর্গত এলাকায় যেতে পারছেন না। দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্গত এলাকাগুলো থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ছাইয়ের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করছেন।

(দ্য রিপোর্ট/এমএআর/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর