thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

শহীদ মিনারে যেতে পুলিশের বাধার মুখে খালেদা জিয়া

২০১৬ ফেব্রুয়ারি ২১ ০১:১২:২২
শহীদ মিনারে যেতে পুলিশের বাধার মুখে খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পুলিশের বাধার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে দোয়েল চত্বরের আগে হাইকোর্টের কাছে রাত পৌঁনে একটার দিকে বেগম জিয়ার গাড়ির বহর পুলিশ আটকে দিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গুলশানে নিজ কার্যালয় থেকে রাত ১২টা ২০ মিনিটের দিকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/আরএমএম/ফেব্রুয়ারি ২১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর