thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ম্যানইউকে হারাল স্টোক সিটি

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৩:১৩:১৮
ম্যানইউকে হারাল স্টোক সিটি

দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে খুশিতে ভাসছে স্টোক সিটি। কারণ ৩০ বছরের মধ্যে এটিই ম্যানইউর বিপক্ষে প্রথম জয় স্টোকের।

যদিও খেলার প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু চার্লি অ্যাডামের দুর্দান্ত পারফর্মে সব প্রচেষ্টা ভেস্তে গেছে রেড ডেভিলসদের।

৩৮ মিনিটে ফ্রি কিক থেকে ম্যানইউর জাল কাঁপিয়েছেন অ্যাডাম। তার গোলে এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে গেছে স্টোক।

বিরতির পর ৪৭ মিনিটে ম্যানইউকে সমতায় ফিরিয়েছেন রবিন ফন পার্সি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দলের হার এড়াতে পারেননি তিনি। ৫২ মিনিটে আবারও স্টোককে এগিয়ে দিয়েছেন অ্যাডাম। এই গোলের মাধ্যমে লিগে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে। আর তার দল দীর্ঘপ্রতীক্ষার পর জয় পেয়েছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে।

এই নিয়ে লিগে ৮ ম্যাচে হেরে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (৪০ পয়েন্ট)। শীর্ষে রয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি (৫৩ পয়েন্ট)।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর