thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

জানুয়ারি মাসে ইরাকে সহিংসতায় নিহত কমপক্ষে ৭৩৩

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৩:৪৪:৫৫
জানুয়ারি মাসে ইরাকে সহিংসতায় নিহত কমপক্ষে ৭৩৩

দ্য রিপোর্ট ডেস্ক : ইউনাইটেড ন্যাশনস অ্যাসিস্ট্যান্স মিশন ফর ইরাকের (ইউএনএএমআই) পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, জানুয়ারির সহিংসতায় কমপক্ষে ৭৩৩ জন ইরাকি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৬১৮ জন বেসামরিক নাগরিক আর নিরাপত্তা বাহিনীর সদস্য ১১৫ জন।

এর মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ বাগদাদ। কেবল বাগদাদেই মারা গেছেন ২৯৭ জন। আর সেখানে আহতের সংখ্যা প্রায় ৫৮৫।

তবে আনবার প্রদেশে চলমান সহিংসতায় নিহতদের তালিকাভুক্ত করেনি জাতিসংঘ। আর দেশজুড়ে চলা সহিংসতায় কমপক্ষে ১ হাজার ২২৯ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউএনএএমআই।

বাড়িঘর হারানো হাজার হাজার ইরাকির মানবেতর জীবনযাপনে উদ্বিগ্ন ইউএনএএমআই’র প্রধান নিকোলাই ম্লাদেনোভ- বিশেষ করে ফালুজায় অবস্থান করা স্থানীয়দের বিষয়ে।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার শনিবার ফালুজায় বিমান ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালালে প্রায় ‍১৫ জঙ্গি নিহত হয়।

আল কায়েদা ২০১৩ ডিসেম্বরে সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশের রাজধানী রামাদি আর ফালুজার নিয়ন্ত্রণ হাতে নেয়। এরপর থেকেই নিয়ন্ত্রণ ফিরে পেতে শিয়া সমর্থিত সরকার হামলা চালিয়ে আসছে এ শহর দুটিতে। (সূত্র: আল জাজিরা)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর