thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ছন্দে ফিরছে ভারত

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৪:০৫:০১
ছন্দে ফিরছে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়ানডে সিরিজে (৪-০) বাজে পারফর্মের পর ছন্দে ফিরতে শুরু করেছে ভারত। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বোলাদের ছন্দ ফিরে পাওয়ার পাশাপাশি রান পেয়েছেন ব্যাটসম্যানরাও।

২ দিনের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড একাদশ। সবচেয়ে বেশি ৮০ রান করেছেন ডননেল।

দারুণ বোলিং করেছে ভারত। ৩টি উইকেট পেয়েছেন ঈশ্বর পান্ডে। দুটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও অশ্বিন। প্রস্তুতি ম্যাচে খেলেননি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ছাড়া ইন্ডিয়ান্স একাদশে অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি ও জাদেজা।

পরে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভার খেলে ৪১ রান করেছে ভারত। মুরালি বিজয় ১৯ ও শেখর ধাওয়ান ১৬ রান নিয়ে ব্যাট করছেন।

(দ্য রিপোর্ট/সিজি/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর